ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেঁচে থেকে বিস্মিত কাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
বেঁচে থেকে বিস্মিত কাস্ত্রো

ঢাকা: এখনও বেঁচে থাকাকে বিস্ময় বলে মনে করলেন সাবেক কিউবান প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। তার ৮৭তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ বিস্ময় প্রকাশ করেন।

নিবন্ধে তিনি জানান, পেটের পীড়া নিয়ে বেশিদিন বেঁচে থাকার আশা করেননি তিনি।

সাত বছর ধরে রোগে ভোগা কাস্ত্রো লিখেছেন, আমি কল্পনাও করিনি আমার জীবন আরও সাত বছর দীর্ঘায়িত হবে।

কাস্ত্রোর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কিউবার কমিউনিস্ট পার্টির ‘গ্রানমা’ পত্রিকায় নিবন্ধটি জন্মদিনের একদিন পর প্রকাশিত হয়েছিল।

কাস্ত্রো চিকিৎসার জন্য ২০০৬ সালে সাময়িকভাবে ক্ষমতা ছাড়লেও ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে পুরোপুরিভাবে কমিউনিস্ট পার্টির প্রধান ও কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

নিবন্ধে কাস্ত্রো বলেন, ‘যত দ্রুত আমি এটা বুঝেছি যে শেষ পর্যন্ত এটা করতেই হবে তখনই আমি প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা ছেড়ে দেই। ’

কাস্ত্রো আরও প্রকাশ করেন, কিউবা ১৯৮০ সালের গোড়ার দিকে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়েছিল।
কাস্ত্রো জানিয়েছেন, সোভিয়েত নেতা আন্দ্রোপভের সতর্কবার্তার পরেই কিউবা উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিয়েছিল। আন্দ্রোপভ সতর্কবার্তায় বলেছিলেন, তার দেশ কমিউনিস্ট মতাদর্শে চালিত দেশগুলোকে রক্ষা করতে আর প্রস্তুত নয়। যুক্তরাষ্ট্র যদি তার দেশ আক্রমণ করে তবে তাকে একাই লড়তে হবে।

পরে সোভিয়েত ইউনিয়ন তার কমিউনিস্ট মতাদর্শে চালিত দেশগুলোতে অস্ত্র সরবরাহের ব্যাপারে নতুন করে অঙ্গীকার করে।

কিন্তু কিউবা তার দশ লক্ষ যোদ্ধার জন্য বন্ধু মনোভাবাপন্ন অন্যান্য দেশ থেকেও অস্ত্র জোগাড়ের সিদ্ধান্ত নেয়।
কাস্ত্রো নিবন্ধে লেখেন, উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কমরেড কিম সুং আমাদের গোলাবারুদসহ ১ লক্ষ একে রাইফেল দিয়েছিলেন। এজন্য তিনি এক টাকাও নেননি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।