ঢাকা: সিরিয়ার নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি লিখিত প্রস্তাব জমা দিয়েছে যুক্তরাজ্য।
প্রস্তাবে অগ্রহণযোগ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা পরিষদ।
দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ওই প্রস্তাবটি গৃহীত হওয়ার পর এদিন বিকেলেই নিউইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে পাঠানো হয় প্রস্তাবটি। এছাড়া, বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টেও সামরিক অভিযানের পক্ষে এই প্রস্তাবটির ওপর ভোট গ্রহণ করা হবে।
জাতিসংঘে যুক্তরাজ্যের এই লিখিত প্রস্তাব জমা দেওয়ার খবরে সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া বলেছে, কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করার পূর্বে অবশ্যই পর্যবেক্ষকদের তদন্ত প্রতিবেদনের জন্য জাতিসংঘের অপেক্ষা করা উচিত। এছাড়া, সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত নিরাপত্তা পরিষদে ভোট আহ্বান করা হলে সেখানে ভেটো দিবে বলেও ইঙ্গিত দেয় রাশিয়া।
অন্য দিকে সামরিক অভিযানের জন্য পশ্চিমারা নিত্য-নতুন অজুহাত উদ্ভাবন করছে বলে দাবি করছে সিরিয়া সরকার।
সরকারি টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েল আল-হালক্বি বলেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পশ্চিমা মিত্রগুলো ভুল ও কল্পিত সব অভিযোগ আবিষ্কার করছে।
তবে সম্ভাব্য হামলার খবরে সিরিয়ার জনজীবনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা।
কিছু কিছু জনপদ থেকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন নাগরিকরা। আর সিরিয়ার সরকারি সামরিক স্থাপনা ও সরকারি কার্যালয়ের পাশে যেসব জনপদ রয়েছে সেখানকার বাসিন্দারাও সংকেত পাওয়া মাত্র বাড়ি-ঘর ত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
এইচএ / এসআরএস