ঢাকা: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা নিয়ে বৃহস্পতিবার নিজেদের সংগৃহীত গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এদিন পুরোটাই তারা প্রকাশ করছে না।
সিরিয়ার সরকার নিজের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার এমন দাবির পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ঘোষণা আসল।
২১ আগস্ট রাজধানী দামেস্কে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠার পর পশ্চিমা দেশগুলো সিরিয়ায় হামলা চালানোর জন্য প্রস্তুত হয়ে আছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ার সরকারকে বিদ্রোহীদের ওপর ‘রাসায়নিক অস্ত্র’ ব্যবহারে দোষারোপ করে উচিত শিক্ষা দেয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে জলপথে সিরিয়ার কাছাকাছি এলাকায় নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে হামলা হতে পারে সিরিয়া। তবে তড়িঘড়ি করে হামলা চালানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি।
এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে ইরাক ভুলের পুনরাবৃত্তি না করার জন্য হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার মিত্র রাশিয়া। জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য চীনও সিরিয়ায় সামরিক হামলার বিপক্ষে। সিরিয়ার সহিংসতার শুরু থেকে দেশটির সরকারের বিরুদ্ধে যায়-জাতিসংঘে উত্থাপিত এমন পদক্ষেপের বিরোধিতা জানিয়েছে আসছে চীন ও রাশিয়া।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও সিরিয়ায় পশ্চিমাদের হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় হামলা হলে তা আঞ্চলিক ‘বিপর্যয়ের’ সৃষ্টি করবে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
এসএফআই/জেসিকে