ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ত্রিপুরার বাসিন্দার রহস্যজনক মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে গিয়ে রহস্যজনকভাবে মারা গেলেন রাজ্যের এক যুবক। তার বাড়ি সোনামুড়ায়।

নাম তাজুল ইসলাম। তার মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনামুড়া মহকুমার বাশপুকুর গ্রামের বাসিন্দা তাজুল কাজ করতেন মধ্যপ্রাচ্যের কুয়েতে। জানা গেছে ১৩ আগস্ট কাজ শেষে ঘরে ফিরে খাবার খেয়ে বিশ্রাম করছিলেন তিনি। কিছুক্ষণ পর তার সঙ্গীরা ঘরের মধ্যে তাজুল ইসলামের নিথর দেহ পরে থাকতে দেখেন।

পরিবারের লোকজনের কাছে তাজুল ইসলামের মৃত্যুর খবর আসে বুধবার সন্ধ্যায়। তারা জানিয়েছেন, ঘরে তাজুল ইসলামের নিথর দেহ পরে থাকলেও তা হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি পরিবারের লোকজনকেও জানানো হয়নি।

পরিবারের লোকেরা মৃত্যুর খবর পাওয়ার পর বারবার যোগাযোগ করেন সে দেশে। ২ সেপ্টেম্বর কুয়েত সরকার তাজুল ইসলামের মৃতদেহ কুয়েত থেকে কলকাতাতে পাঠাবে বলে জানিয়েছে। এদিকে গোটা ঘটনায় ভয়ানক ষড়যন্ত্রের আভাস দেখছেন পরিবারের লোকেরা। কারণ মারা যাওয়ার পর মৃত্যুর বিষয়টি পরিবারের কাছে চেপে যাওয়ার চেষ্টা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
তন্ময়/আরআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।