ঢাকা: ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া। সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সামরিক বাহিনীর জেনারেল স্টাফের এক সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, একটি মিশাইল ক্রুইজার ও একটি অ্যান্টি-সাবমেরিন জাহাজ কয়েক দিনের মধ্যে ভূমধ্য সাগরে পৌঁছে।
তবে রাশিয়ার নৌবাহিনীর দাবি, যুদ্ধজাহাজ মোতায়েনের সঙ্গে সিরিয়া ইস্যুর কোনো সম্পর্ক নেই। দীর্ঘ-পরিকল্পনার অংশ হিসেবে তারা ভূমধ্য সাগরে জাহাজগুলো পাঠাচ্ছেন। তবে তিনি জানান নি , কোন ধরনের জাহাজ, কতটি বা কোন পথে ওই অঞ্চলে যাচ্ছে।
এর আগে ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধজাহাজ পাঠানোর লক্ষ্য ওই অঞ্চলে নিজস্ব নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো এবং ভূমধ্য সাগরে জাহাজ পরিবর্তন করা নয়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
এসএফআই/জেসিকে