ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেনের সন্ধানদাতা চিকিৎসকের কারাদণ্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
বিন লাদেনের সন্ধানদাতা চিকিৎসকের কারাদণ্ড বাতিল

ঢাকা: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএকে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সন্ধানদাতা চিকিৎসক শাকিল আফ্রিদির ৩৩ বছরের কারাদণ্ড বাতিল করেছে পাকিস্তানের একটি আদালত। বৃহস্পতিবার পেশোয়ারের ওই আদালত, নতুন করে তার বিচার পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন।



অভিযোগ রয়েছে, টিকা কর্মসূচি চালানোর নামে গোপনে লাদেনের উপস্থিতি সনাক্ত করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এজেন্ট হিসেবে কাজ করেন শাকিল আফ্রিদি। নিষিদ্ধঘোষিত লস্কর-ই-ইসলামের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১২ সালের ২৪ মে তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়।   এ রায়ে যুক্তরাষ্ট্র বেজায় নাখোশ হয়।

পেশোয়ার আদালতের রায়ে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের অনেকে।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে ঝটিকা অভিযান চালিয়েছে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী নেভি সিল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।