ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ফ্রান্সের রণতরী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, আগস্ট ২৯, ২০১৩
ভূমধ্যসাগরে ফ্রান্সের রণতরী

ঢাকা: ফ্রান্স ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে বিমান হামলা প্রতিরোধে সক্ষম সর্বাধুনিক রণতরী পাঠিয়েছে। একটি ফ্রেঞ্চ সাময়িকী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের সাময়িকী লা পয়েন্ট জানিয়েছে, সিরিয়ায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্স এ রণতরীটি পাঠিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শিভ্যালিয়ার পল নামের রণতরীটি ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরী ও ডুবোজাহাজ এবং যুক্তরাজ্যের ডুবোজাহাজের সমন্বিত নৌবহরে যোগ দেবে।

এ ব্যাপারে সাময়িকীটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করলে, তারা সিরিয়া ইস্যুর সঙ্গে এ রণতরী মোতায়েনের সম্পর্কের বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেন। তারা এ বিষয়টাকে রুটিন মাফিক রণতরী চালনা বলে আখ্যা দেন।

সাময়িকীটি জানিয়েছে, ফ্রান্সের এ রণতরীটি একদমই আধুনিক। সিরিয়া যদি পশ্চিমা নৌবহরে হামলা চালায় তবে এটি খুবই কাজে দেবে।

এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমা শক্তিগুলোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতির পরিপ্রেক্ষিতে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।