ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
কেনিয়ায় বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৪১

ঢাকা: কেনিয়ার একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। রেড ক্রস এ তথ্য জানিয়েছে।



দেশটির রাজধানী নাইরোবির পশ্চিমে নারোক শহরে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা স্যামুয়েল কিমারু বলেছেন, ‘এটা একটা ভয়ানক দৃশ্য। চারদিকে শুধু লাশ ছড়িয়ে রয়েছে। ’

জানা গেছে, বাসটি নাইরোবি থেকে হোমা বে শহরে যাচ্ছিল। মধ্যপথে বাসটি মোড় ঘোরার সময় উপত্যকায় পড়ে গিয়ে বেশ কয়েকবার উলটে যায়।  

সড়ক দুর্ঘটনা কেনিয়ার নিত্যনৈমত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারিতে আরেকটি বাস উলটে অনেক মানুষ নিহত হন।

কিমারু জানান, নিহতদের মধ্যে চার জন শিশুও ছিলো।

তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘কি ঘটেছিল নিশ্চিতভাবে সেটা বলে কঠিন। তবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতি ও যাত্রী বোঝাই করে নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ’

তিনি আরও বলেন, ‘পাহাড়ি ও জঙ্গলাবস্থার কারণে লাশ উদ্ধার করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। ’

সড়ক দুর্ঘটনা কমানোর জন্য কেনিয়ায় সম্প্রতি সড়ক নিরাপত্তা বিষয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা রাস্তায় ঘুরে আইন ভঙ্গকারী গাড়ি চালিকদের জরিমানা করছেন।

গত বেশ কয়েক বছরে কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।