ঢাকা: সিরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের বিরোধিতা করেছে ব্রিটিশ পার্লামেন্ট। এ সংক্রান্ত সরকারি বিলের ওপর ভোটাভোটিতে সিরিয়া অভিযান নাকচ করে দেন পার্লামেন্ট সদস্যরা।
এ বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, এটি স্পষ্ট পার্লামেন্ট কোনো ধরনের অভিযান চায় না। আর তাই পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে সরকার।
এর মধ্য দিয়ে সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন যেকোনো ধরনের আক্রমণের সঙ্গে ব্রিটিশ সরকারের যুক্ত হওয়ার বিষয়টি বাতিল হয়ে গেল।
উল্লেখ্য, গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে প্রেসিডেন্ট আসাদের সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। এর পরপরই সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে তৎপরতা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্রুতই ওবামা প্রশাসন মার্কিন যুদ্ধজাহাজ ভূমধ্যসাগর অভিমুখে রওয়ানা শুরু করে।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘন্টা, আগস্ট ২৯, ২০১৩ / আপডেট ০৭৩২ ঘণ্টা
আইএইচ/এসআর/জেএম/এসআরএস