ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র কি একাই সিরিয়ায় হামলা চালাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩

ঢাকা: মিত্রদের সমর্থন ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় হামলা চালাতে পারে। ব্রিটিশ পার্লামেন্টে সিরিয়া ইস্যুতে ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর মার্কিনীরা এ ধরনের চিন্তা করছে বলে অফিসিয়াল সূত্র জানিয়েছে।



ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মূখপাত্র কেটলিন হেডেন এক বিবৃবিতে জানান, ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটির পরেও যুক্তরাষ্ট্র ব্রিটেনের সঙ্গে শলাপরামর্শ চালিয়ে যাবে।

মূলত ব্রিটিশ পার্লামেন্ট সিরিয়ায় হামলার বিরোধীতা করার পর থেকেই প্রশ্ন উঠছে মার্কিনীরা কি শেষ পর্যন্ত একাই হামলা চালাবে?
 
হেডেন বলেন, ‘তিনি বিশ্বাস করেন রাসায়নিক অস্ত্র ব্যবহার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে এবং যেসব দেশ আন্তর্জাতিক নীতিমালা ভেঙে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে তাদের জবাবদিহিতার মধ্যে আনতে চান তারা। ’
 
সিরিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের বিরোধীতা করেছে ব্রিটিশ পার্লামেন্ট। এ সংক্রান্ত সরকারি বিল ১৩  ভোটে নাকচ হয়ে যায়।

এর মাধ্যমে সিরিয়ায় ব্রিটিশ সরকারের মার্কিন নেতৃত্বাধীন যেকোনো ধরনের আক্রমণের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি বাতিল হয়ে গেল।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সিরীয় প্রেসিডেন্ট আসাদের সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। এর পরপরই মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে তৎপরতা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৩
আইএইচ/এসআর/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।