ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চিত্রকর্ম এঁকে পুরস্কার জিতলো শিম্পাঞ্জি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
চিত্রকর্ম এঁকে পুরস্কার জিতলো শিম্পাঞ্জি!

ঢাকা: নিজের ভাষায় চিত্রকর্ম এঁকে দশ হাজার মার্কিন ডলারের পুরস্কার জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি শিম্পাঞ্জি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ৩৭ বছর বয়সী ব্রেন্ট নামের ওই শিম্পাঞ্জি কাগজের ওপর বেগুনী, নীল ও হলুদ রঙের সংমিশ্রণে একটি সৃষ্টিশীল ও আকর্ষণীয় চিত্রকর্ম তৈরি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে দিয়েছেন।



যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রাণী আশ্রমের শিম্পাঞ্জিদের নিয়ে আয়োজিত এই অভিনব চিত্রকর্ম আঁকা প্রতিযোগিতার বিচারক ছিলেন প্রসিদ্ধ বন্যপ্রাণী গবেষক জেনি গুডাল। প্রতিযোগিতার স্পন্সর ছিল যুক্তরাষ্ট্রের প্রাণী উন্নয়ন বিষয়ক সংস্থা হিউম্যান সোসাইটি অব দ্য ইউএস।

প্রতিযোগিতার প্রধান বিচারক জেনি গুডাল বলেন, সবগুলো চিত্রকর্মই অনেক সুন্দর ও বৈচিত্র্যময় ছিল, ঠিক শিম্পাঞ্জিদের নিজেদের মতোই। তবে ব্রেন্টের চিত্রকর্মটাকেই বিজয়ী ঘোষণা করতে হলো।

হিউম্যান সোসাইটি জানিয়েছে, পুরস্কারে প্রাপ্ত ব্রেন্টের এই অর্থ তার আশ্রয়স্থল লুইজিয়ানার ‘শিম্প হ্যাভেন’কে প্রদান করা হবে।

হিউম্যান সোসাইটি জানায়, শিম্প হ্যাভেনে আশ্রয় পাওয়ার আগে স্থানীয়ে একটি পরীক্ষাগারে ছিলো ব্রেন্ট। বয়স বাড়লেও এখনও হাসি এবং খেলার উপলক্ষ্য পেলে মেতে ওঠে সে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।