ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় গভর্নর নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, আগস্ট ৩০, ২০১৩
আফগানিস্তানে বোমা হামলায় গভর্নর নিহত

ঢাকা: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে আত্মঘাতী বোমা হামলায় জেলা পরিষদের এক গভর্নর নিহত হয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ সময় তার ‍দুই দেহরক্ষী ও দুইজন বেসামরিক লোকও নিহত হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আরচি জেলার ওই গভর্নর একজন উপজাতি নেতার শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিলেন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র এনায়েতুল্লাহ খালিক সংবাদ মাধ্যমকে বলেন, মসজিদে প্রার্থনারত অবস্থায় কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ও তালেবান অধ্যুষিত আফগানিস্তানে প্রায়ই সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের হামলা চালানো হয়ে থাকে।

বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশী চৌকিতে হামলা চালিয়ে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে তালেবান জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।