ঢাকা: মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ এল-বেলতাগির গ্রেফতারের খবরে ফের উত্তেজনা বাড়ছে মিশরে।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের পর সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করার পরিকল্পনা করছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে কায়রোর উপকণ্ঠে একটি বাড়ি থেকে শ্রমিক নেতা খালেদ এল-আজহারিসহ ব্রাদারহুডের শীর্ষস্থানীয় নেতা বেলতাগিকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে কায়রোর উপকণ্ঠে তোরা কারাগারে বন্দি রাখা হতে পারে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্রাদারহুডের বিক্ষোভ সমাবেশে সহিংসতার ঘটনায় গত ১০ জুলাই বেলতাগির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এই পরোয়ানার মধ্যেই কায়রোর রাবা আল-আদইয়া ক্যাম্পে মুরসি সমর্থকদের সমাবেশে উপস্থিত হয়েছিলেন বেলতাগি। সাবেক এই সাংসদকে মুরসির ক্ষমতাচ্যুতির পর কয়েকটি সমাবেশে বেশ জ্বালাময়ী বক্তব্য দিতে দেখা যায়।
সংবাদ মাধ্যম জানায়, গত ঈদুল ফিতরের পর মুরসি সমর্থকদের রাজপথ থেকে হটিয়ে দিতে সেনাবাহিনীর অভিযানে কয়েকশ’ মানুষ নিহত হয়। এদের মধ্যে বেলতাগির ১৭ বছর বয়সী কন্যা আসমাও ছিলেন।
তবে শুক্রবারের বিক্ষোভকে কেন্দ্র করে হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে ভাঙচুরের চেষ্টা করা হলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেও পিছপা হবে না নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, সেনা অভ্যুত্থানে ব্রাদারহুডসমর্থিত প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে বিক্ষোভ করে আসছে এক সময়ের নিষিদ্ধঘোষিত দলটি। বিক্ষোভে সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে ইতোমধ্যে ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বদিই ও তার সহকারি খাইরাল এল-শাতেরসহ দলটির অনেক জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার পরিকল্পনার কথাও জানায় সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
এইচএ/জিসিপি