কলকাতা: ভারতের প্রথম সামরিক উপগ্রহ জি এস এ টি-৭ সফল ভাবে উৎক্ষেপণ করা হোল । ফ্রান্সের গুয়ানা মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উপগ্রহটিকে মহাকাশে শুক্রবার প্রেরণ করা হয়।
এটিই প্রথম শুধুমাত্র সামরিক সঙ্ক্রান্ত ভারতীয় উপগ্রহ। মনে করা হচ্ছে- এই উপগ্রহটি বিশেষভাবে ভারতীয় নৌবাহিনীকে সাহায্য করবে।
আগামী সেপ্টেম্বর থেকেই নৌসেনা এই উপগ্রহের মাধ্যমে তাদের টেলি যোগাযোগ কার্যক্রম শুরু করবে। এদিন রাত ২.৩০ নাগাদ এই উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হয়। প্রায় ৩৪ মিনিট প্রদক্ষিণ করার পর উপগ্রহটিকে কক্ষপথে স্থাপন করা হয়।
এদিকে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আরও বেশ কিছু পরীক্ষা করবে এবং উপগ্রহটিকে তার কক্ষ পথে নির্দ্দিষ্টভাবে স্থাপন করবে।
এই উপগ্রহটি নির্মাণ করতে ৪৭০ কোটি রুপি খরচ হয়েছে। এই উৎক্ষেপণ করার সময় ফ্রান্সে হাজির ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত অরুণ সিং এবং ইসরোর প্রধান এস কে শিবকুমার।
আগামী মাসের শেষ থেকে এই উপগ্রহটির কাজ পুরোপুরি শুরু করবে বলে ইসরোর তরফে জানা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
ভিএস/এসএস/জিসিপি