ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
হামলায় যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করলো জার্মানি

ঢাকা: সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক অভিযানে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিল জার্মানি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারওয়েল্লে দেশটির একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে বলেছেন, সিরিয়া অভিযানে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই জার্মানির।



পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের সামরিক হামলার জন্য আমরা কখনো আহ্বানও জানাইনি অথবা এ ধরনের হামলার কথা বিবেচনাও করিনি।

এর আগে, বৃহস্পতিবার তুমুল বিতর্কের পর সিরিয়ায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নাকচ হয়ে যায় যুক্তরাজ্যের পার্লামেন্টে। হামলার সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র যুক্তরাজ্য সরে যাওয়ার পর সুর নরম করে ফ্রান্সও।

শুক্রবার ফরাসি দৈনিক লা মাঁদ’কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের কণ্ঠে নমনীয়তার ইঙ্গিতই পাওয়া যায়।

যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়ায় অভিযানের বিষয়টি নাকচ হয়ে যাওয়ায় ফ্রান্স আগের সিদ্ধান্ত থেকে সরে আসবে না দাবি করলেও ওঁলাদে বলেন, সামরিক হস্তক্ষেপের সবগুলো পথই খোলা। তবে রাসায়নিক অস্ত্র ব্যবহারে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া ছাড়া এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

এছাড়া, আগামী বুধবারের আগেই সম্ভাব্য হামলার সিদ্ধান্ত এখনও বাতিল করা হয়নি বলে জানান ওঁলাদে।

প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, রাসায়নিক অস্ত্র হামলায় আসাদ বাহিনীর সংশ্লিষ্টতা পাওয়া না গেলে হামলা চালাবে না ফরাসি বাহিনী। অথচ জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রতিবেদনের অপেক্ষা না করে বৃহস্পতিবারই অভিযানের ইঙ্গিত দিয়ে ভূমধ্য সাগরের সিরীয় উপকূলে রণতরী পাঠিয়ে দিয়েছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ দিকে, সিরিয়ায় অভিযানের সিদ্ধান্ত থেকে প্রধান মিত্র দেশ যুক্তরাজ্য সরে আসায় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র।

তারপরও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জানিয়েছেন, সিরিয়ার সঙ্কট সমাধানে স্বেচ্ছায় কাজ করবে এমন মিত্র খুঁজে যাবে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক রাজনীতি ও সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের পিছুটান, সামরিক অভিযানে জার্মানির যোগ দেওয়ার সম্ভাবনা নাচক এবং ফ্রান্সের এই নরম সুর সিরিয়া অভিযানের ব্যাপারে হোয়াইট হাউসকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।