ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতার চাঁদনিচকে বোমা বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
কলকাতার চাঁদনিচকে বোমা বিস্ফোরণ

কলকাতা: কলকাতার চাঁদনি চক এলাকায় শুক্রবার বেলা একটার সময় একটি বোমা বিস্ফোরণ ঘটে। এলাকার একটি দোকানের সামনে এই বিস্ফোরণ ঘটে।

ব্যস্ত সময় এই বিস্ফোরণ গোটা কলকাতায় যথেষ্ট চাঞ্চল্য ফেলে দেয়।   কোন হতাহতের খবর নেই।

অতি দ্রুত ঘটনাস্থলে হাজির হয় কলকাতা পুলিশের “বোম্ব স্কোয়াড”।   ঘটনাস্থলের সামনে “ই –মল” নামের একটি  শপিংমল  সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়। উদ্ধার হয়েছে আরও একটি কৌটো বোমা।

পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে  যানবাহন। আশেপাশে বেশ কিছু দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে হাজির পুলিশের কুকুর। খতিয়ে দেখা হচ্ছে এলাকায় বসানো বিভিন্ন গোপন ক্যামেরার ছবি।

পুলিশ জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই হাজির হবে ‘ফরেনসিক” গোয়েন্দা  দল। তারা এলে বিস্ফোরক ধরণ সম্পর্কে জানা যাবে। এখনও পর্যন্ত কোন সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার ফলে কলকাতায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে।

একদিকে গ্রেপ্তার হওয়া কুখ্যাত জঙ্গি ও ইন্ডিয়ান মুজাহিদীনের অন্যতম প্রতিষ্ঠাতা  ইয়াসিন ভাটকাল এবং টুন্ডার কলকাতা যোগাযোগ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন শহরবাসী। তার মধ্যে এই বিস্ফোরণ  এবং বোমা উদ্ধার তাদেরকে আরও চিন্তিত করে তুলেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩  
ভিএস, এসএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।