ঢাকা: সিরিয়ার ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সিরিয়ার কাছে যুদ্ধজাহাজ ও সৈন্যও পাঠিয়েছে দেশটি।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
সিরিয়ায় হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মতামত জানতে একটি জরিপ চালায় হাফিংটন পোস্ট। ইউগভ নামে পরিচিত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি মনে করে, সামরিক হস্তক্ষেপে সিরিয়ার সমস্যার সমাধান আসবে না।
সিরিয়ার সরকারের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধ করবে কিনা-এ প্রশ্নের জবাব হ্যাঁ দিয়েছেন মাত্র ১৮ শতাংশ জনগণ, আর এর বিপরীতে রয়েছেন ৪৮ শতাংশ। এবং ৩৪ শতাংশ মার্কিনি এ ব্যাপারে অনিশ্চিত।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
এসএফআই/এসআরএস