ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলা সমাধান আনবে না: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩০, আগস্ট ৩০, ২০১৩
সিরিয়ায় হামলা সমাধান আনবে না: জরিপ

ঢাকা: সিরিয়ার ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সিরিয়ার কাছে যুদ্ধজাহাজ ও সৈন্যও পাঠিয়েছে দেশটি।

যুক্তরাজ্যও পাঠিয়েছে যুদ্ধবিমান। তবে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা সিদ্ধান্ত দিয়েছে,তারা সিরিয়া যুদ্ধে জড়াবে না। যুক্তরাজ্য পিছু হটলেও ফ্রান্স যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে। ফ্রান্স জানিয়েছে, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের প্রমাণ পেলে তারা হামলা চালাবে।

তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা বা ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

সিরিয়ায় হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মতামত জানতে একটি জরিপ চালায় ‍হাফিংটন পোস্ট। ইউগভ নামে পরিচিত জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি মনে করে, সামরিক হস্তক্ষেপে সিরিয়ার সমস্যার সমাধান আসবে না।

সিরিয়ার সরকারের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধ করবে কিনা-এ প্রশ্নের জবাব হ্যাঁ দিয়েছেন  মাত্র ১৮ শতাংশ জনগণ, আর এর বিপরীতে রয়েছেন ৪৮ শতাংশ। এবং ৩৪ শতাংশ মার্কিনি এ ব্যাপারে অনিশ্চিত।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।