ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় এক হাজার ৪২৯ জন নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
সিরিয়ায় এক হাজার ৪২৯ জন নিহতের দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা: গত সপ্তাহে সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে এক হাজার ৪২৯ জন নিহত হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

কেরি বলেন, আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্রের হামলায় নিহতদের মধ্যে ৪২৬ জন শিশু রয়েছে।

তিনি ওই ঘটনাকে ‘অকল্পনীয় ভয়ংকর’ ঘটনা বলে উল্লেখ করেন।

কেরির এই বক্তব্যের পর প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার হামলার বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র ‘সীমিত পরিসরে’ সিরিয়ার রাসায়নিক হামলার জবাব দেওয়া কথা বিবেচনা করছে।

তবে কেরির এমন বক্তব্যে ‘মিথ্যায় পরিপূর্ণ’ বলে উল্লেখ করেছে সিরিয়া সরকার। তারা এই হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সানা জোনায়, কেরি গোয়েন্দাদের যে তথ্য ব্যবহার করে এমন পুরোনো অভিযোগ করছেন তা এক সপ্তাহ আগেই সন্ত্রাসীরা জানিয়েছিল।

যুক্তরাষ্ট্র জানায়, তারা মেডিকেল কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী, সাংবাদিক, ভিডিও এবং হাজার হাজার সামাজিক মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে এই নিহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে।

এই মুহুর্তে জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দল সিরিয়ার রাসায়নিক গ্যাস ব্যবহারের অভিযোগের সত্যতা তদন্ত করছে। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্ক ত্যাগ করার পর  তারা জাতিসংঘে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

তবে এর আগেই কেরি বলে দিয়েছে, আসাদ সরকার যে রাসায়নিক গ্যাস ব্যবহার করেছে তারা এ বিষয়ে নিশ্চিত। জাতিসংঘের তদন্তে নতুন কিছু বেরিয়ে আসবে না বলেও মন্তব্য করে কেরি।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।