ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার সকালে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের জিওলোজিকাল সার্ভে জানায়, চীনের ইউননান ও সিচুয়ান প্রদেশে সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে পাহাড়ের পাথর পড়ে কয়েকটি গ্রামের রাস্তাগুলোতে প্রতিবন্ধকের সৃষ্টি হয়েছে।
সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ইউননান প্রদেশে তাঁবু ও পোশাক পাঠিয়েছে বলে জানায় সিনহুয়া।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বেনজিলান শহরের নিকে ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
বুধবার একই অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এসএফআই/বিএসকে