ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এখনও হাসপাতাল ছাড়েননি ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৯, আগস্ট ৩১, ২০১৩
এখনও হাসপাতাল ছাড়েননি ম্যান্ডেলা

ঢাকা: সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এখনও প্রিটোরিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার সকালে সংশ্লিষ্ট সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে ম্যান্ডেলা হাসপাতাল ছেড়ে বাড়িতে পৌঁছেছেন মর্মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশ হলেও বিকেলে এ খবর নাকচ করে দিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি এখনও হাসপ‍াতালে রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

‍তার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক তবে স্থিতিশীল।

৯৫ বছর বয়সী ম্যান্ডেলাকে ফুসফুসে সংক্রমণজনিত কারণে গত ৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়। গত প্রায় তিন মাস ধরে চিকিৎসা নিচ্ছেন শান্তিতে নোবেলজয়ী এই মানবাধিকার নেতা।

গত সপ্তাহে চিকিৎসকরা জানান, তার অবস্থা সঙ্কটজনক, তবে স্থিতিশীল। এছাড়া চিকিৎসা সেবার সাড়াও দিচ্ছেন তিনি।

সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টকে দেশটির জনগণ ‘জাতির জনক’ হিসেবে মনে করে।

হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা নেওয়ায় দেশ ও বিদেশে ম্যান্ডেলাকে নিয়ে উদ্বেগ দেখা দেয়।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩/ আপডেটেডে ১৭১৫
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।