ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্ক ছেড়েছে জাতিসংঘ পর্যবেক্ষক দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
দামেস্ক ছেড়েছে জাতিসংঘ পর্যবেক্ষক দল

ঢাকা: রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ তদন্তকারী জাতিসংঘের পর্যবেক্ষক দল সিরিয়া ত্যাগ করেছে। চার দিনের সফর শেষে তারা লেবাননের রাজধানী বৈরুতে যাচ্ছেন।



শুক্রবার চূড়ান্ত তদন্ত চালানোর পর শনিবার সকালে সিরিয়ার রাজধানীর যে হোটেল জাতিসংঘের পর্যবেক্ষক দল ছিলেন তা ছেড়ে দেন। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসবে, ২১ আগস্ট দামেস্কে আসলে কি ঘটেছিল।

এএফপির এক সংবাদদাতা জানান,অ্যাকে সেলস্ট্রম নেতৃত্বাধীন ১৩ পর্যবেক্ষক হোটেল ছাড়ার আগে জাতিসংঘের সাতটি গাড়িতে তাদের মালপত্র তুলেছেন।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত নমুনা তাদের বিশ্লেষণ করতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি বলেছিলেন, আড়াই বছরব্যাপী গৃহযুদ্ধের সময় অন্য যেসব রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ উঠেছিল সেগুলোও তদন্ত করবেন জাতিসংঘের পর্যবেক্ষকরা।

নেসিরকি বলেছেন, বিশেষায়িত গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হবে। তবে কবে প্রতিবেদন প্রকাশিত হবে-এ ব্যাপারে কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি তিনি। তিনি বলেন, ‘এটি নির্বাচনী প্রক্রিয়া নয় যে ভোট শেষ হলে প্রাথমিক ফলাফল জানা যাবে। ’

জাতিসংঘের তদন্তে কি বেরিয়ে আসবে তা সিরিয়ায় হামলার সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব ফেলবে না-ওয়াশিংটনের এমন বক্তব্যের পরেই শনিবার জাতিসংঘের পর্যবেক্ষক দল দামেস্ক ত্যাগ করলেন।

কূটনীতিক সূত্র বলেছেন, রাশিয়ার বিশ্বাস, জাতিসংঘের প্রতিবেদন সিরিয়ায় হামলার ব্যাপারটিকে প্রশমিত করবে।

জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সঙ্গে সফর শেষে শুক্রবার দামেস্ক থেকে বৈরুতে যান জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক দূত অ্যাঞ্জেলা কেন। শনিবার বিকেলের দিকে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে ব্রিফ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।