ঢাকা: বন্ধুরাষ্ট্রের নেতাদের কাছ থেকে উপহার পাওয়ার দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও এগিয়ে আছেন তার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রটোকল বিভাগের পক্ষ থেকে দেশটির নেতাদের গত এক বছরে পাওয়া উপহার সামগ্রীর তালিকা প্রকাশ করা হয়।
হিলারির পাওয়া চুনি ও হীরার কারুকার্যখচিত সাদা সোনার এসব গয়নার মধ্যে ছিল গলার হার (নেকলেস), হাতের বালা (ব্রেসলেট), কানের দুল ও আংটি।
অন্য দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সবচেয়ে দামি উপহার পেয়েছেন সৌদি আরবেরই প্রতিরক্ষামন্ত্রী ও যুবরাজ সালমান বিন আবদুল আজিজ সৌদের কাছ থেকে। সৌদ ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার মূল্যমানের একটি সোনার ঘড়ি উপহার দিয়েছিলেন ওবামাকে।
এছাড়া, ওবামার দুই কন্যা মালিয়া ও শাশা চার হাজার ৪৪০ মার্কিন ডলার মূল্যমানের দুইটি সোনার পিন (ক্লিপ) উপহার পেয়েছিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইনের পক্ষ থেকে।
উল্লেখ্য, প্রতিবছরই বিদেশি নেতাদের পক্ষ থেকে পাওয়া মার্কিন কর্মকর্তাদের উপহার সামগ্রীর তালিকা ও মূল্যমান প্রকাশ করে থাকে যুক্তরাষ্ট্রের প্রটোকল বিভাগ। তবে দেশটির আইন অনুযায়ী, রাজস্ব বিভাগে সমমূল্য পরিশোধ না করলে এগুলো সাধারণ সেবা প্রশাসনে জমা দিয়ে দিতে হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এইচএ/আরকে