ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরায় বাড়ছে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): রাজ্যে বাড়তে চলেছে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সংখ্যাও।



শুক্রবার সন্ধ্যায় মহাকরণে এ খবর জানান পঞ্চায়েত মন্ত্রী মানিক দে।

তিনি জানান, আগামী বছর ১৪ জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখেই এখন থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে রাজ্য প্রশাসনের।

মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে পঞ্চায়েতের সংখ্যা ৫১১। সেই সংখ্যা আগামী নির্বাচনে বাড়ছে। বর্তমানে রাজ্যে যেসব পঞ্চায়েতের জনসংখ্যা পাঁচ হাজারের বেশি সেসব পঞ্চায়েতকে ভেঙে নতুন পঞ্চায়েত গড়া হবে। তাই আগামী নির্বাচনে বাড়বে পঞ্চায়েতের সংখ্যা।

বর্তমানে রাজ্যে পঞ্চায়েত সমিতির সংখ্যা ২৮। এর সংখ্যা বাড়িয়ে ২৮ থেকে করা হয়েছে ৩৫। বর্তমানে জেলা পরিষদের সংখ্যা রয়েছে ৪টি। জেলা পরিষদের সংখ্যা আরও চারটি বাড়িয়ে করা হয়েছে ৮টি।

আগামী বছর ১৪ জুলাই রাজ্যে সবকটি পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদের ভোট নেওয়া হবে।

বর্তমানে ৮৫ শতাংশ পঞ্চায়েতের দখল রয়েছে শাসক বামফ্রন্টের দখলে। ২৮টি পঞ্চায়েত সমিতি ও চারটি জেলা পরিষদের দখলও রয়েছে সিপিএমের হাতে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
টিসি/এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।