ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি ধর্ষণে কিশোরের ৩ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
দিল্লি ধর্ষণে কিশোরের ৩ বছর কারাদণ্ড

কলকাতা: দিল্লি ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কিশোর অপরাধীকে তিন বছরের কারাদণ্ড দিল ভারতের জুভেনাইল জাস্টিস বোর্ড। গত  ডিসেম্বর মাসে দিল্লিতে ২৩ বছর বয়সী প্যারামেডিকেল ছাত্রীর ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে।

এই ঘটনায় ৫ জন প্রাপ্ত বয়স্কর সাথে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

এই ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে দিল্লিসহ গোটা ভারত। লক্ষ লক্ষ মানুষ এই জঘন্য ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া একজন প্রাপ্তবয়স্ক জেলেই মারা যায়।

গত মার্চ মাসেই ভারতে ধর্ষণের বিরুদ্ধে নতুন করে কড়া আইন বলবৎ করা হয়েছে। এই আইনে ধর্ষণকারীর মৃত্যু দণ্ডের বিধান আনা হয়েছে।


দিল্লির এই ছাত্রীকে প্রথমে চলন্ত বাসে ধর্ষণ করা হয় এবং এর পর তাকে বাস থকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় । এই ঘটনায়  সেই ছাত্রীর শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং তার মৃত্যু ঘটে। এই ঘটনায় এই ছাত্রীর সঙ্গে থাকা এক ছাত্র গভীর আঘাত পায় এবং তাকেও বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকেতে হয়েছিল।

এই রায় ঘোষণার পরেই আদালতের বাইরে বিক্ষোভ শুরু হয়, বিক্ষোভকারীরা ঐ কিশোরের মৃত্যু দণ্ডের দাবী করতে থাকে।

বাকি ৪ জন অভিযুক্তের সাজা আগামী সেপ্টেম্বর মাসে ঘোষণা করে হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা,আগস্ট ৩১,২০১৩  
ভিএস/এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।