ঢাকা: রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সিরিয়ার সরকারকে দায়ী করে দেওয়া যুক্তরাষ্ট্রের অভিযোগকে নির্বোধ আখ্যা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। একই সঙ্গে সেনাবাহিনীই যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এমন প্রমাণ জাতিসংঘে উপস্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি।
পুতিন বলেন, আসাদবাহিনী যখন শক্ত অবস্থানে তখন বিরোধীদের ক্ষেপিয়ে তোলার জন্য এ ধরনের সম্পূর্ণ নির্বোধ অভিযোগ তোলা হচ্ছে।
রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তক সফররত পুতিন ওবামার প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তিতে নোবেলজয়ী হিসেবে শক্তি ব্যবহারের পূর্বে সিরিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করুন।
তিনি বলেন, অনেক অঞ্চলে সেনাবাহিনী আক্রমনাত্মক এবং বিরোধীদের ঘিরে ফেলেছে। ঠিক এই অবস্থায় সামরিক অভিযান আহ্বানকারীদের হাতে তুরুপের তাস তুলে দিতে এই অভিযোগ একেবারেই নির্বুদ্ধিতা।
সংবাদ মাধ্যমগুলো বলছে, রাসায়নিক অস্ত্র হামলাস্থল পরিদর্শন শেষে জাতিসংঘের পর্যবেক্ষক দলের দামেস্ক ছাড়ার পর এ মন্তব্য করলেন পুতিন।
এর আগে, গোয়েন্দা তথ্য মতে রাসায়নিক অস্ত্র ব্যবহারে সিরিয়া সরকারের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে দাবি করে দেশটিতে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সামরিক অভিযানের ব্যাপারে সিরিয়ার প্রধান মিত্র রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে কোনো ধরনের একপাক্ষিক সামরিক অভিযান সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এছাড়া, নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে ভোট আহ্বান করা হলে ভেটো দেওয়ার কথাও জানায় রাশিয়া ও চীন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এইচএ/আরকে