ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাবা সিংহের মৃত্যুতে শাবকের কান্না!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
বাবা সিংহের মৃত্যুতে শাবকের কান্না!

ঢাকা: সৃষ্টিজগতের সকল প্রাণীরই নিজস্ব আবেগ-অনুভূতি, রাগ-ভালবাসা, আনন্দ-বিষাদ রয়েছে। এসব ভাবের প্রকাশ কেবল স্বজাতিই বুঝতে পারে।



প্রাণী হিসেবে সিংহেরও নিশ্চয় আবেগ অনুভূতি রয়েছে। কিন্তু বাবার মৃত্যুতে যে শাবক সিংহ বুকফাঁটা আর্তনাদ করতে পারে এমনটা অনুমান করতে পারেন ক’জন, দেখাতো পরের ব্যাপার।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম সাউথ ওয়েস্ট নিউজ সার্ভিসের (এসওডব্লিউএন) একজন চিত্রগ্রাহক বাবা সিংহের মৃত্যুতে তার দুই শাবকের বুক ফাটা কান্নার এক দুর্লভ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন।

প্রিয়জনের মৃত্যু যে কতোটা বেদনাদায়ক হতে পারে একটু সময় নিয়ে এই ছবিটি দেখলেই চোখ ছলছল করতে পারে অনেকেরই।

এসওডব্লিউএন’র বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানায়, এশিয়া মহাদেশীয় অঞ্চল থেকে নেওয়া যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ব্রিস্টলের চিড়িয়াখানায় বেড়ে ওঠা ১৮ বছর বয়সী বাবা কামালের মৃত্যুতে তার ৯ মাস বয়সী দুই শাবক সিংহ কামরান ও কেতান গর্জন দিয়ে কাঁদছিল। ওদের গর্জনটা এতোটাই তীব্র ছিল যে আশপাশের অনেকেই ভয় পেয়ে গিয়েছিল।

চিড়িয়াখানার পশু চিকিৎসকরা জানান, মা শিবাকে পেয়ে আরও বেশি জোরে কেঁদে ওঠে শাবক দু’টি।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।