ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে ফের বাড়ল পেট্রোপণ্যের দাম

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৬, সেপ্টেম্বর ১, ২০১৩
ভারতে ফের বাড়ল পেট্রোপণ্যের দাম

কলকাতা: ডলারের কাছে ভারতীয় রুপির দাম কমার মধ্যেই ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। শনিবাররাত ১২টার পর থকে বর্ধিত হারে দাম গুণতে হচ্ছে গ্রাহকদের।



প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ২.৩৫ রুপি। আর  ডিজেলের দাম বেড়েছে ০০.৫০ রুপি। বর্ধিত দামের সঙ্গে যুক্ত হবে স্থানীয় কর।

শুধুমাত্র পেট্রোল, ডিজেলের দামই নয়- দাম বাড়ল রান্নার গ্যাসেরও। রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ৫০ রুপি। কলকাতায় পেট্রোলের দাম হল ৮১.৭৪ রুপি। এছাড়াও দাম বেড়েছে কেরোসিন তেলেরও।

একদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় খরচ বাড়বে পরিবহণের। এর প্রভাব গিয়ে পড়বে প্রায় প্রতিটি জিনিষের ওপর। আপরদিকে রান্নার গ্যাস ও কেরোসিন তেলের দাম বাড়ায় টান পড়বে হেঁসেলেও।

টাকার দাম ব্যাপক হারে পতনের ফলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন অশনি সংকেত আগেই দিয়েছিলেন অর্থনীতিবিদরা। সরকারী তরফ থেকেও বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

জ্বালনিমন্ত্রী এম ভিরাপ্পা মৈলি জানিয়েছিলেন টাকার দাম পড়ে যাবার ফলে ১ লক্ষ ৮০ হাজার কোটি  রুপি লোকসান হচ্ছে। অপরদিকে সিরিয়ার উদ্ভূত পরিস্থিতির ফলে বিশ্ব বাজারে এই কয়েকদিনে অনেকটাই বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

টাকার দাম আরও পড়তে  থাকলে বা আমেরিকা যদি সিরিয়া আক্রমণ করে তবে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন অভিঞ্জমহল।

বাংলাদেশ সময়: ১৩১৭ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৩  
ভিএস/এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।