ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাইভ অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন উপস্থাপক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৩
লাইভ অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন উপস্থাপক

ঢাকা: উপস্থাপকের সরব উপস্থিতি কোন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে। কিন্তু উপস্থাপক যখন নিজেই ঘুমিয়ে পড়েন তখন ওই শো’র অবস্থা কী হবে তা সহজেই অনুমান করা যায়।

এমন কাণ্ডই ঘটিয়েছেন ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লোস। শুধু ঘুম নয়, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে রীতিমত নাক ডেকে ঘুমিয়েছেন কার্লোস।

শনিবার ফক্স নিউজ নেটওয়ার্কের সকালের শো ‘ফক্স এন্ড ফ্রেন্ড’-এ এই কাণ্ড ঘটে। ‍অনুষ্ঠানটি ছিল সংবাদ বিশ্লেষণধর্মী। অনুষ্ঠানের প্রথম বিজ্ঞাপন বিরতির মাঝখানেই ঘুমিয়ে পড়েন কার্লোস। বিরতির পর দর্শকরা কার্লোসকে ঘুমন্ত অবস্থায় আবিষ্কার করেন। এসময় কার্লোসের সঙ্গে দুইজন সহ উপস্থাপক ছিলেন।

উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহ উপস্থাপক মাইক জেরিখ বলে উঠলেন, ‘কার্লোস সত্যি ঘুমিয়ে পড়েছে। ’
পেছন থেকে ক্যামেরাম্যান এই ঘোষণা শুনে হেসে ফেলেন।

এভাবে আরো কিছুক্ষণ অনুষ্ঠান চলতে থাকে। এরমাঝেই যখন কার্লোসের ঘুম ভাঙ্গে তখনও সে মনে করেছিল বিজ্ঞাপন বিরতি চলছিল।

এদিক সেদিক তাকিয়ে কিছু বুঝে উঠার আগেই জেরিখ তাকে অভ্যর্থনা জানান এভাবে- ‘গুড টু সি ইউ, ওয়েলকাম টু ফক্স এন্ড ফ্রেন্ড শো’ (আপনাকে পেয়ে ভালোলাগল, ফক্স এন্ড ফ্রেন্ড শোতে স্বাগতম)।

এরপর হাতে কাগজপত্র গুছিয়ে নিয়ে নিজের কফির কাপের দিকে হাত বাড়ান কার্লোস। তখনও তিনি বুঝতে পারেননি অনুষ্ঠানটি লাইভ চলছিল।

তিনি সহ উপস্থাপকদের উদ্দেশ্যে বলেন, জানি আমরা টেলিভিশনের পর্দায় নেই।   কিন্তু যখনই বুঝতে পারলেন লাইভে আছেন তখন তিনি ‘চালিয়ে যান’ বলে পরিস্থিতি সামলে নেন।

পরে ‘সিন হ্যানিটির শো’ রিপ্লেসমেন্ট শো করার জন্য শেষ রাত পর্যন্ত জেগে থাকার কারণে এমনটি হয়েছে বলে দু:খ প্রকাশ করেন কার্লোস।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।