ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে যৌন হয়রানির অভিযোগে ধর্মীয় গুরু গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৩
ভারতে যৌন হয়রানির অভিযোগে ধর্মীয় গুরু গ্রেফতার

ঢাকা: ভারতে স্কুলপড়ুয়া ১৬ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে আশারাম বাবু (৭২) নামে এক ধর্মীয় গুরুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে নিজ আশ্রমে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেফতার করে যোদপুর পুলিশ।

রোববার আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পরে পুলিশ আশ্রম বাবুকে নিয়ে তার আশ্রমে যান। ওই আশ্রমেই শিক্ষার্থীকে ১৫ আগস্ট যৌন হয়রানির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে তদন্তের পর ওই ঘটনায় একটি চার্জশিট দেওয়া হবে।

জানা যায়, কিশোরীটি ওই গুরুর ধর্মীয় সমাবেশে বাবা মায়ের সঙ্গে অংশ নেয়। সেখানে সে হয়রানির শিকার হয়েছে পুলিশ কাছে এমন অভিযোগের পর ওই ধর্মীয় গুরুকে থানায় যেতে বলা হয।

এ জন্যে শুক্রবার পর্যন্ত তাকে সময় বেঁধে দেয়া হয়। কিন্তু তিনি তা অগ্রাহ্য করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এদিকে সারা দেশে ছড়িয়ে থাকা আশারাম বাপুর ভক্তরা তাদের গুরুর গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন। ওদিকে এই গ্রেফতার নিয়ে চলছে রাজনীতিকদের বাগযুদ্ধ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।