ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে বৈঠকে আরব লীগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ১, ২০১৩
সিরিয়া ইস্যুতে বৈঠকে আরব লীগ

ঢাকা: সিরিয়ায় চলমান সংকটের বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার কায়ারোতে বৈঠক করছেন।   বৈঠকে আরব লীগ সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার নিন্দা করে।

কিন্তু সামরিক হস্তক্ষেপের যে প্রস্তুতি যুক্তরাষ্ট্র নিয়েছে সে ব্যাপারে কোন মন্তব্য করেনি।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা আসন্ন বলে যে ধারণা করা হচ্ছিল, তা কিছুটা পিছিয়ে গেছে শনিবার রাতে প্রেসিডেন্ট ওবামার ঘোষণার পর।

তিনি জানিয়েছেন, যুদ্ধে নামার আগে তিনি এ ব্যাপারে কংগ্রেসের অনুমোদন নিতে চান।

আর সিরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী ফয়সল আল মেকদাদ বলেছেন, তারা মনে করেন প্রেসিডেন্ট ওবামা আসলে কিছুটা সময়ক্ষেপনের চেষ্টা করছেন। কিন্তু সিরিয়া মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।