ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৩
সিরিয়া হামলায় যুক্তরাষ্ট্রকে সমর্থন সৌদি আরবের

ঢাকা: সিরিয়ায় যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে তাতে সমর্থন জানাবে বলে জানিয়েছে সৌদি আরব। রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল ফয়সাল এক বিবৃতিতে জানায়, সিরিয়ান জনগনের উপর যে কোন ধরণের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীর রুখে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়।



তিনি সিরিয়ার জনগণকে রক্ষা করার জন্য তার দেশ যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থন জানায় বলেও উল্লেখ করে।

রাসায়নিক অস্ত্রের ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক হামলার চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়ার আগে সৌদি আরবের পক্ষ থেকে এমন মন্তব্য করা হলো।

বাংলাদেশ সময়: ২২১০ ঘন্টা,  সেপ্টেম্বর ১, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।