ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ইন্দোনেশিয়ায় ১১৫ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
বাংলাদেশিসহ ইন্দোনেশিয়ায় ১১৫ অবৈধ অভিবাসী আটক

ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা রাজ্য থেকে বাংলাদেশিসহ মায়ানমার ও আফ্রিকার ১১৫ জন নাগরিককে আটক করেছেন সে দেশের আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

আটকরা সবাই জাহাজযোগে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পশ্চিম জাভা প্রদেশের বাঞ্জারাঙ্গি মহকুমার কামপাঙ্গ জেনটেঙ্গ গ্রামের একটি বাড়িতে অবস্থান করছিলেন।



পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে পশ্চিম জাভা প্রদেশের রাজধানী গারুট পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের প্রধান অ্যাডজুন্ট্যান্ট ডাঙ্গ গারনাদি সংবাদ মাধ্যমকে জানান, আটক ১১৫ জন অবৈধ অভিবাসী শুক্রবার রাতে বাসে করে বোগার শহর থেকে বাঞ্জারাঙ্গি এসে পৌঁছায়।

পরে খবর পেয়ে রোববার আইন-প্রয়োগকারী সংস্থার লোকজন তাদের আটক করে।

তিনি আরো জানান, আটকরা সবাই দক্ষিণ গারুট  হয়ে পানিপথে অস্ট্রেলিয়া যেতে চেয়েছিলেন।

তবে আটক ১১৫ জনের মধ্যে কতজন বাংলাদেশি, মায়ানমার ও আফ্রিকার নাগরিক, তা তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

ডাঙ্গ গারনাদি বলেন, ‘অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রায়ই বিভিন্ন দেশের নাগরিকরা দক্ষিণ গারুটকে রুট হিসেবে ব্যবহার করেন। অবৈধপথে গারুট আসার পর গারুটকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। ’

উল্লেখ্য, পুলিশ প্রায়ই এ এলাকা থেকে অবৈধপথে আসা অস্ট্রেলিয়াগামী অভিবাসীদের আটক করে থাকে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
এবি/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।