ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, সেপ্টেম্বর ২, ২০১৩
আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে তালেবান হামলা

ঢাকা: আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ন্যাটো সৈন্যদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলছিল।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাঙ্গাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আহমাদ জিয়া আবদুলজাই সংবাদ মাধ্যমকে জানান, সোমবার সকালে ভারি অস্ত্র-শস্ত্রে সজ্জিত জঙ্গিরা তোরখাম এলাকায় অবস্থিত ওই ঘাঁটিতে হামলা চালায়। এছাড়া, বন্দুকযুদ্ধের শুরুতে বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এর মধ্যে একটি আত্মঘাতী হামলা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ হামলার দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, বিদ্রোহী যোদ্ধারা এই হামলা চালিয়েছে। তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

আবদুলজাই আরও জানিয়েছেন, মার্কিন সেনারা জঙ্গিদের বিরুদ্ধে লড়ছেন এবং ন্যাটোর কয়েকটি হেলিকপ্টার ওই ঘাঁটির ওপর দিয়ে চক্কর দিচ্ছিল।

এ সংঘর্ষের জের ধরে ন্যাটোর জন্য রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ রুট জালালাবাদ ও তোরখামের মধ্যকার মহাসড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।