ঢাকা: সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
দেশটির একজন সরকারি কৌঁসুলির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কৌঁসুলি জানিয়েছেন, রাষ্ট্রের সর্বময় ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট মুরসির একটি অধ্যাদেশ জারির পর গত ডিসেম্বরে কায়রোর প্রেসিডেন্ট ভবনের বাইরে যে সংঘর্ষ হয় সেখানে ৭ জন নিহত হওয়ার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগেই তাকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
একই অভিযোগে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের শীর্ষস্থানীয় ১৪ নেতাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
গত ৩ জুলাই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মুরসিকে গোপন স্থানে বন্দি রাখা হয়েছে।
ক্ষমতাচ্যুতির পর তাকে স্বপদে বহাল রাখতে ব্রাদারহুড সমর্থকরা বিক্ষোভ করলেও দফায় দফায় অভিযান চালিয়ে রাজপথ থেকে তাদের হটিয়ে দেয় সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার। এ সময় প্রায় এক হাজারেরও বেশি মুরসি সমর্থক নিহত হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
এইচএ/বিএসকে