ঢাকা: জাতিসংঘের সমর্থন নিয়ে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’।
রোববার কায়রোয় অনুষ্ঠিত আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের উদ্ধৃতি দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
বৈঠকের পর আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলা হয়, (সিরিয়া ইস্যুতে) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘের চার্টার ও আন্তর্জাতিক আইন মেনে নিজেদের দায়িত্ব পালনের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
রাসায়নিক অস্ত্র হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীকেই দায়ী করে এর তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে।
আরব লীগের অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, অন্য যুদ্ধাপরাধীদের মতো এই হামলার জন্য দায়ী ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত।
এর আগে, সৌদি আরব ও সিরিয়ার সরকার বিরোধী জোট এসএনসি আসাদ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।
আরব লীগের বৈঠকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল-ফয়সাল বলেন, আন্তর্জাতিক অভিযানের বিরোধিতা করা মানে আসাদ বাহিনীকে অপরাধের জন্য উৎসাহ দেওয়া।
আর এসএনসির প্রধান আহমেদ আর-জারবা বলেন, যুদ্ধবাজ আসাদকে এখনই থামানো উচিত।
এ দিকে, কংগ্রেসের অনুমোদনের অজুহাতে সিরিয়ায় অভিযান থেকে ওবামা পিছু হটেছেন বলে মন্তব্য করেছে সিরিয়ার সরকার।
দেশটির উপ-পররাষ্টমন্ত্রী ফয়সাল মেকদাদ বলেন, সম্ভাব্য পরিণতি জেনেই পিছু হটেছেন ওবামা।
যদিও রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, সিরিয়ায় সারিন গ্যাস ব্যবহারের প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং এ হামলার জন্য বরাবরের মতোই আসাদ বাহিনীকে দায়ী করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
এইচএ/বিএসকে