ঢাকা: সিরিয়া উপকূল অভিমুখে গোয়েন্দা জাহাজ পাঠাচ্ছে রাশিয়া। মার্কিন সরকার যখন সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন রাশিয়া এ পদক্ষেপ নিল।
প্রসঙ্গত, রাশিয়া বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত আসাদ সরকারের সবচেয়ে বড় সমর্থক। এর আগে রাশিয়া সিরিয়ায় সামরিক হামলা দেশটিতে স্থিতিশীলতা আনবে না বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছিল।
দেশটির কৃষ্ণ সাগরে মোতায়েনকৃত নৌ-বহর থেকে এই গোয়েন্দা জাহাজ পাঠানো হবে। সোমবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে এক সামরিক কর্মকর্তা একথা নিশ্চিত করেছে।
ওই কর্মকর্তা বলেন, রোববার সন্ধ্যায় এসএসভি-২০১ গোয়েন্দা জাহাজ প্রিয়াজোভি ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক বাহিনীর নির্বাচিত এলাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
তিনি আরো বলেন, ‘সংঘাত বৃদ্ধি পেয়েছে এমন এলাকা থেকে তথ্য সংগ্রহ করাই জাহাজটির ক্রুদের মিশন। ’
এএফপি’র এক খবরে বলা হয়, রাশিয়া উদ্বেগের সঙ্গে দামেস্ক সরকারের বিরুদ্ধে পশ্চিমা সামরিক অভিযানের পরিকল্পনার ওপর নজর রাখবে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
কেএইচ/এসআরএস