ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আশারাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আশারাম

ঢাকা: যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার ভারতের আধত্মিক ধর্মগুরু আশারাম বাবুকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যোধপুর কারাগারে তাকে রাখা হবে।



সোমবার সাংবাদিকদের যোধপুর পুলিশ জানায়, নিজ আশ্রমে ১৬ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের অভিযোগে আশারাম বাপুর বিরুদ্ধে যে মামলা হয়েছে তা খুবই পাকাপোক্ত এবং সঠিক নিয়মেই তদন্ত এগোচ্ছে।

৭৫ বছর বয়সী গুরু আশারাম বাপুকে শনিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের ইন্দোর শহর থেকে গ্রেপ্তার করা হয়।   তবে আশারাম যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র।

আশারাম বাপুর আশ্রমের আওতায় দেশে-বিদেশে ৩৫০টি আধ্যাত্মিক আশ্রম রয়েছে। এগুলোতে তিনি যোগব্যায়াম ও ধ্যান এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৫ আগস্ট ওই যৌন হয়রানির ঘটনা ঘটে। ওই দিন আশারামের আশ্রমে অনুষ্ঠিত উপাসনায় অংশ নেওয়া অনুসারীদের মধ্যে ওই মেয়েটি এবং তার বাবা-মাও ছিলেন। গুরু আশারাম এ সময় মেয়েটির বাবা-মাকে বলেন, তার ওপরে অশুভ শক্তি ভর করেছে। এ জন্য তার সঙ্গে একান্তে কথা বলা দরকার। একপর্যায়ে তিনি মেয়েটিকে নিজের কক্ষে নিয়ে এক ঘণ্টা যাবত বিভিন্নভাবে হয়রানি করেন। ঘটনার দুই দিন পর মেয়েটি তার বাবা-মাকে বিষয়টি বলে। আশারাম বাপু জানান, তিনি ওই মেয়েটির সঙ্গে একাকী সময় কাটাননি।

পুলিশ আরও জানায়, পরিবারটি এরপর নয়াদিল্লিতে গিয়ে আশারাম বাপুর সঙ্গে দেখা করার চেষ্টা করে। তিনি সাক্ষাৎ দিতে অস্বীকার করলে তারা পুলিশের শরণাপন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।