ঢাকা:সাউথ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার হাসপাতাল ছাড়ার খবরকে তড়িঘড়ি করে গিয়ে পড়তে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের (সিনিয়র বুশ) মুখপাত্র জিম ম্যাকগ্রা।
ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ম্যান্ডেলার হাসপাতাল ছাড়ার খবরকে ‘মৃত্যু’ সংবাদ ভেবে সিনিয়র বুশের পক্ষ থেকে একেবারে শোকবার্তা লিখে ফেলেন তিনি।
পরে অবশ্য ভুল বুঝতে পেরে টুইটারে ক্ষমা প্রার্থনা করে ম্যাকগ্রা জানান, অসাবধানতাবশত ম্যান্ডেলার হাসপাতাল ছাড়ার খবরকে মৃত্যু সংবাদ ভেবে আগে থেকে লিখে রাখা বুশের পক্ষ থেকে ‘শোকবার্তা’ প্রকাশ করে দিই।
রোববার ৯৫ বছর বয়সী ম্যান্ডেলা যখন প্রিটোরিয়ার হাসপাতাল থেকে খানিকটা সুস্থ হয়ে জোহানেসবার্গের বাসায় ফিরছিলেন তখনই তার ‘মৃত্যুর সংবাদে শোকাহত’ হয়ে দক্ষিণ আফ্রিকার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে যাচ্ছেন সিনিয়র বুশ, আর তা যে কেবল ম্যাকগ্রারই বদৌলতে!
অনুতপ্ত ম্যাকগ্রা বলেন, এটা আমার মারাত্মক ভুল ছিল। যাচাই না করে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত হয়নি।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
এইচএ/জিসিপি