ঢাকা: নাৎসি পার্টির সশস্ত্র বাহিনী ‘নাৎসি বফেন এসএস’র সাবেক এক সদস্যকে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে। ৯২ বছর বয়সী সিয়ার্ট ব্রুনস নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ১৯৪৪ সালে একজন ডাচ যোদ্ধাকে হত্যার অভিযোগ রয়েছে।
বিচারের মুখোমুখি করার জন্য সোমবার তাকে জার্মানির হাজেন শহরে নেওয়া হয়েছে। এর আগে তার স্বাস্থ্যগত নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ‘মেডিক্যালি ফিট’ আছেন এমনটি নিশ্চিত হওয়ার পর তাকে প্রসিডিংসের সম্মুখীন করা হয়েছে।
১৯৪১ সালে হিটলারের নাৎসি পার্টি নেদারল্যান্ড দখলের পর ব্রুনস এসএস বাহিনীর একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুইজন ডাচ ইহুদি হত্যার দায়ে তিনি ১৯৮০ সাল পর্যন্ত জার্মানির কারাগারে ছিলেন।
তারপর মুক্তি পেয়ে দেশে ফিরেন যান। এরপর সম্প্রতি আবার তার বিরুদ্ধে নতুন করে হত্যার অভিযোগ আনা হলো। নতুন এই অভিযোগ সম্পর্কে কোন মন্তব্য করেননি ব্রুনসের আইনজীবী।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
কেএইচ/এসআরএস