ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্রান্সের সংসদেও ভোটের চাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, সেপ্টেম্বর ২, ২০১৩
ফ্রান্সের সংসদেও ভোটের চাপ

ঢাকা: সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে ব্রিটিশ সংসদ ও মার্কিন কংগ্রেসের পর এবার ফরাসী সংসদেও ভোটের জন্যে চাপ বাড়ছে। সিরিয়ার ব্যাপারে এক গোয়েন্দা রিপোর্ট সোমবার পার্লামেন্টে পেশ করতে যাচ্ছে।

খবর বিবিসি অনলাইন।

ফরাসী গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট আসাদের হাতে সারিনসহ ১০০০ টনেরও বেশি রাসায়নিক অস্ত্রের মজুদ আছে।

কিন্তু ফ্রান্সের জনমতও সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে। সাম্প্রতিক কিছু জনমত জরিপের ফল তাই বলছে।

ফরাসী পার্লামেন্টে বিরোধী ইউএমপি দলের একজন এমপি জ্যাক মায়ার্ড বলেন, সিরিয়ার বিরুদ্ধে এরকম পদক্ষেপ হবে আন্তর্জাতিক আইনের গুরুতর লংঘন।

তিনি বলেন, ``ফরাসী প্রেসিডেন্ট তখনই সিরিয়ায় হস্তক্ষেপ করতে পারতেন যদি এর একটা আইনগত ভিত্তি থাকতো, স্পষ্ট আন্তর্জাতিক ভিত্তি থাকতো। কিন্তু সিরিয়ার ব্যাপারটা তো তা নয়। সিরিয়ায় হস্তক্ষেপ করার আমাদের একেবারেই কোন ভিত্তি নেই।

এদিকে সিরিয়ার সরকার সেদেশের বিরুদ্ধে যে কোন আগ্রাসন বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে সিরিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী ফয়সল মেকদাদ বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে যে কোন হামলা আল কায়েদার হাতকে শক্তিশালী করবে।

তিনি বলেন, ``এর ফলে আমেরিকানদের প্রতি ঘৃণা বাড়বে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আরও দুর্বল হবে। সব জায়গায় সন্ত্রাসাবাদেরই বিকাশ ঘটবে। সিরিয়ার বিপক্ষে যে কোন হামলা আসলে আল কায়েদা আর তার সহযোগীদেরই সমর্থন যোগাবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।