ঢাকা: সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা এখন সময়ের ব্যাপার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় যে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে তা নিয়ে নিশ্চিত তিনি।
তিনি সিরিয়ায় হামলা চালাতে চান, তবে এ ব্যাপারে কংগ্রেসের অনুমোদন নিতে চান। অবকাশ শেষে আগামী ৯ সেপ্টেম্বর কংগ্রেসের অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনে সিরিয়ার ভাগ্য নির্ধারিত হতে পারে।
ওবামা যদিও নিজ দেশের আইনপ্রণেতাদের কাছ থেকে সিরিয়ায় হামলার অনুমতি পান তবুও হামলা হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে।
জাতিসংঘ সনদ আত্মরক্ষা বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ব্যতিত অন্য কোনো দেশের ওপর হামলা চালানোকে সমর্থন করে না। সিরিয়ার ক্ষেত্রে দুটোর মধ্যে কোনোটিই যুক্তরাষ্ট্রের হামলা চালানোর যুক্তির মধ্যে পড়ে না।
সিরিয়ার সংকট নিরসনে দুই বছর চেষ্টা চালানোর পরও কোনো সমাধান না আসায় এবার দেশটির ওপর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে-এ অভিযোগের ভিত্তিতে হামলা চালাতে যাচ্ছে পশ্চিমারা।
যুক্তরাজ্যের পার্লামেন্টে সিরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার বিষয়টি নাকচ হয়ে যাওয়ার পর কিছুটা সমস্যা হয়েছে ওবামার। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, প্রয়োজনে একাই হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ফ্রান্সের পার্লামেন্টেও এ নিয়ে ভোট হতে পারে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দেশই যুদ্ধে অংশ নিক না কেন-তা জাতিসংঘ সনদের লঙ্ঘন হবে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
এসএফআই/জেসিকে