ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালে ইসলামাবাদে লাল মসজিদে সেনা অভিযানে ধর্মীয় নেতা আব্দুর রশিদ গাজী হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ইতিমধ্যে মোশাররফের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং বেলুচিস্তানের উপজাতীয় এক নেতাকে হত্যার অভিযোগে মামলা চলছে। এসব মামলায় মোশাররফ এখন গৃহবন্দী আছেন।
এছাড়া ২০০৭ সালে সাবেক এই সেনাশাসকের বিরুদ্ধে উচ্চ আদালতের এক বিচারককে বহিষ্কার চেষ্টার মামলাও রয়েছে।
তবে মোশাররফ তার বিরুদ্ধে করা সকল মামলা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
কেএইচ/জেসিকে