ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোশাররফের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, সেপ্টেম্বর ২, ২০১৩
মোশাররফের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালে ইসলামাবাদে লাল মসজিদে সেনা অভিযানে ধর্মীয় নেতা আব্দুর রশিদ গাজী হত্যার অভিযোগ আনা হয়েছে তার ‍বিরুদ্ধে।

ওই অভিযানে সহস্রাধিক লোক নিহত হয়েছিল।

ইতিমধ্যে মোশাররফের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং বেলুচিস্তানের উপজাতীয় এক নেতাকে হত্যার অভিযোগে মামলা চলছে। এসব মামলায় মোশাররফ এখন গৃহবন্দী আছেন।

এছাড়া ২০০৭ সালে সাবেক এই সেনাশাসকের বিরুদ্ধে উচ্চ আদালতের এক বিচারককে বহিষ্কার চেষ্টার মামলাও রয়েছে।

তবে মোশাররফ তার বিরুদ্ধে করা সকল মামলা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৩
কেএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।