ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইট হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৩
মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইট হ্যাক

ঢাকা: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওয়েবসাইট হ্যাক করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক একটি হ্যাকার গ্রুপ।

মার্কিন নৌবাহিনীর মুখপাত্র এরিক ফ্লানাগান জানান, সাইটটি ওপেন করলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ইন্টারনেট কার্যক্রম পরিচালনা গ্রুপ ‘সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’র পক্ষ থেকে একটি অস্থায়ী নির্দেশ করে।



বার্তায়  বিদ্রোহীদের মদদ না দিয়ে প্রেসিডেন্ট আসাদের পক্ষে লড়তেই মার্কিন বাহিনীকে পরামর্শ দেওয়া হয়।

এরিক ফ্লানাগান  বলেন, ফের হ্যাকিংয়ের ঝুঁকি থাকায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রতিবেদনটি  লেখা পর্যন্ত সাইটের পুনঃনিয়ন্ত্রণ নিয়েছে নৌবাহিনী।

এর আগে নিউইয়র্ক টাইমস, টুইটার ও সিরিয়ার বিদ্রোহীদের ‘পক্ষে সংবাদ প্রকাশ করা’ কিছু সংবাদ মাধ্যমের ওয়েবসাইট হ্যাক করার দায় স্বীকার করে গ্রুপটি।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার ঘটনায় আসাদবাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমোদন চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ধারণা করা হচ্ছে, পূর্বেকার মতোই এই যুদ্ধে সায় দেবেন মার্কিন আইন প্রণেতারা। আর আগামী ৯ সেপ্টেম্বর পার্লামেন্টারিয়ানদের সাড়া ফেলেই সিরিয়ায় সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন ওবামা।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।