ঢাকা: জাতিসংঘের অনুমোদন ব্যতীত সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একক সামরিক অভিযান যুদ্ধাপরাধ হিসেবেই বিবেচিত হবে বলে সতর্ক করেছেন প্রখ্যাত মার্কিন দার্শনিক ও লেখক নোয়াম চমস্কি। এক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমোদনও অভিযানকে বৈধতা দেবে না বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি সিরিয়া অভিযানের ব্যাপারে কংগ্রেসের অনুমোদন চান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার এই আহবানের প্রতিক্রিয়ায় হাফিংটন পোস্ট পত্রিকায় পাঠানো এক ইমেইল বার্তায় সিরিয়া যুদ্ধে ওবামার এককভাবে জড়ানোর বিরুদ্ধে এই সতর্কতা উচ্চারণ করলেন নোয়াম চমস্কি।
হামলার ব্যাপারে মিত্রদের তরফে আশানুরূপ সমর্থন পেতে ব্যর্থ হয়ে ওবামা কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে একাই যে কোনো যুদ্ধ ঘোষণার অধিকার রাখেন প্রেসিডেন্ট ওবামা।
ইমেইল বার্তায় চমস্কি বলেন, এ ধরনের অভিযান যুক্তরাষ্ট্রকে বিশ্বের স্বঘোষিত পুলিশ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে ফেলবে।
প্রখ্যাত মার্কিন দার্শনিক, লেখক ও ভাষাতাত্ত্বিক নোয়াম চমস্কি তার যুদ্ধবিরোধী অবস্থানের জন্য সারা বিশ্বেই খ্যাত। যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান আগ্রাসনের কঠোর সমালোচকদের মধ্যে তার নাম অগ্রগণ্য। তবে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে অধিকতর অবগত হওয়ার জন্য সম্প্রতি ওই অঞ্চল সফর করেন ৮৪ বছর বয়সী এই বিদগ্ধ দার্শনিক।
এ সময় বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা চালানোর জন্য বাশার আল আসাদের সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। এমনকি বেসামরিক লোকদের ওপর নির্যাতন ঠেকাতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপকেও সমর্থনের ইঙ্গিত দেন তিনি। তবে এক্ষেত্রে আলোচনার সব পথ রুদ্ধ হলেই কেবল সামরিক হস্তক্ষেপ সমর্থন করেন বলে জানান তিনি।
এ ব্যাপারে চমস্কি বলেন, আমি বিশ্বাস করি, আলোচনাকে অগ্রাধিকার দেওয়াই প্রথম পন্থা। আলোচনার দ্বার রুদ্ধ হলেই কেবল দ্বিতীয় পন্থার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। সেটাই হবে অধিক গ্রহণযোগ্য।
বিশ্লেষকরা মনে করছেন চমস্কির এই বক্তব্য বিদ্রোহীদেরই সমর্থন করে। তবে একই সঙ্গে জাতিসংঘের অনুমোদন ব্যতীত যে কোনো ধরনের সামরিক অভিযানের ঘোর বিরোধী তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া এ ধরনের আগ্রাসন খুবই মারাত্মক ধরনের যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, এককভাবে যুদ্ধে জড়ানোর বিষয়ে ওবামার সিদ্ধান্তের বিরোধিতা এসেছে তার সমর্থক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের উদারপন্থি শিবির থেকেও। তবে অনুমোদন পেতে ওবামার কংগ্রেসের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তারা। এ পদক্ষেপকে তারা দেখছেন সাম্রাজ্যবাদী আচরণ থেকে পিছু হটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গণতান্ত্রিকভাবে দায়বদ্ধ থাকার প্রচেষ্টা হিসেবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
আরআই/বিএসকে