ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬৪ বছর বয়সে কিউবা থেকে সাঁতরে ফ্লোরিডায়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৩
৬৪ বছর বয়সে কিউবা থেকে সাঁতরে ফ্লোরিডায়!

ঢাকা: জগতে অসম্ভব বলে কিছু নেই! এ কথা কেউ বিশ্বাস করুন আর নাই করুন, অ্যাডভেঞ্চারপ্রেমী আর রেকর্ড গড়তে উন্মুখ ব্যক্তিদের কাছে প্রবাদটি শাস্ত্রীয় বাণীর মতো।

সেই বিশ্বাস থেকেই কিনা ৬৪ বছর বয়সী নারী দিয়ানা ন্যাদ টানা তিন দিন সাঁতার কেটে ক্যারিবায়ান সাগরের দ্বীপরাষ্ট্র কিউবা থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা ছুঁয়ে রেকর্ড গড়লেন! শুধু তাই নয়, বিশাল আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগরের কোনো হাঙ্গর বা তিমিকে পরোয়া না করে নিরাপত্তামূলক খাঁচারও আশ্রয় নেননি তিনি।



মার্কিন নাগরিক দিয়ানা গত শনিবার সকালে কিউবার রাজধানী হাভানার ইয়ট ক্লাব (বাইচ খেলার ক্লাব) থেকে সাঁতার শুরু করে সোমবার সকালে ফ্লোরিডার দক্ষিণ উপকূলের সমুদ্র সৈকত ‘কি ওয়েস্টে’ ওঠেন।

সৈকতের মাটিতে পা রেখেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জেলিফিশের চারবারের ব্যর্থ আক্রমণে বেঁচে আছেন কিনা জানতে চান তিনি! এ সময় তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় থাকা সমর্থকদের ধন্যবাদ জানান দিয়ানা।

স্বপ্ন জয়ের পরমানন্দে আবেগাপ্লুত দিয়ানা বলেন, এই অভিযানে আমি তিনটি বার্তা পেয়েছি। এক, কখনোই হাল ছাড়া যাবে না। দুই, নিজের স্বপ্ন পূরণে কখনোই বয়সের কথা কথা মাথায় আনা যাবে না।

এই বিশাল জলরাশি সাঁতরে রেকর্ড গড়তে সহযোগিতা করায় সমর্থক ও সহযোগীদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার তৃতীয় শিক্ষা হচ্ছে, আমরা একা কিছু অর্জন করতে পারি না, একটি দল মিলেই অনেক কিছু অর্জন সম্ভব।

এই নারী অভিযাত্রীর ফেসবুক পেজের তথ্য অনুসারে, অবিশ্বাস্য হলেও অভিযান শুরুর আগে তার লক্ষ্য ছিল ৮০ ঘণ্টায় ১৬০ কিলোমিটার জলপথ পাড়ি দেবেন তিনি। কিন্তু দুঃসাহসেরও বেশি প্রমাণ দিয়ে অভিযান শেষ করেছেন তিনি। এই দীর্ঘ জলপথ পাড়ি দিতে সময় নিয়েছেন মাত্র ৫২ ঘণ্টা, ৫৪ মিনিট, ১৮.৬ সেকেন্ড!

সম্প্রতি সিরিয়া ইস্যুতে সবাই আচ্ছন্ন থাকলেও দিয়ানার এই অসামান্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার পক্ষ থেকে হোয়াইট হাউস এক টুইটার বার্তায় উল্লেখ করে, অভিনন্দন দিয়ানা। কখনোই নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দিতে নেই।

দিয়ানার পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযান শেষ করার পর দিয়ানাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
এইচএ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।