ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে চারটি টিভি চ্যানেল বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৩
মিশরে চারটি টিভি চ্যানেল বন্ধের নির্দেশ

ঢাকা: মিশরে প্রখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরার শাখা চ্যানেল ‘মুবাশির মিসর’ ও মুসলিম ব্রাদারহুড নিয়ন্ত্রিত ‘আহরাম ২৫’ সহ চারটি টেলিভিশন চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। সম্প্রচারে নিষেধাজ্ঞা পাওয়া অপর দু’টি ইসলামপন্থি চ্যানেল হলো ‘আল-কুদস’ ও ‘আল-ইয়ারমুক’।



গত ৩ জুলাই মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর ‘তার পক্ষে সংবাদ প্রচার’ করার অভিযোগে এই চ্যানেলগুলো বন্ধ করে দেয় সেনাবাহিনী। মঙ্গলবার আদালতের এ রায় ঘোষণার পর চ্যানেলগুলোর সম্প্রচারে বিচার বিভাগীয় নিষেধাজ্ঞা বহাল হয়ে গেল।

এর আগে সোমবার আল জাজিরার ইংরেজি শা‍খার তিন প্রতিবেদককে ‘পক্ষপাতী’ সংবাদ সংগ্রহের দায়ে মিশর থেকে বহিষ্কার করে সেনাবাহিনী।

এ দিকে চ্যানেল বন্ধ ও মুরসিকে স্বপদে বহাল করার দাবিতে মঙ্গলবার ‘সন্ত্রাসী অভ্যুত্থান মানি না’ স্লোগানে রাজধানী কায়রোতে বিক্ষোভের ডাক দিয়েছে মুসলিম ব্রাদারহুড।

তবে রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ব্রাদারহুডের এই ঘোষণার পর রাজধানী কায়রোর ঝুঁকিপূর্ণ কিছু সড়ক বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এছাড়া, রাবা আল-আদাইয়া স্কয়ার ও তাহরির স্কয়ারে প্রবেশের সব সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীসহ সারা দেশে সেনাটহল জোরদার করা হয়েছে।

সোমবার মিশরীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ২০১২ সালে ক্ষমতায় থাকাকালে সরকারবিরোধীদের হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট মুরসিকে বিচারের মুখোমুখি করা হবে। তার সঙ্গে ব্রাদারহুডের শীর্ষস্থানীয় ১৪ নেতার বিরুদ্ধে একই অভিযোগ আনা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
এইচএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।