ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৩
ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূমধ্যসাগরে যৌথভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি সিরিয়ায় মার্কিন বাহিনীর সামরিক অভিযানের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই এ পরীক্ষা ‍চালানো হলো।



ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর সোয়া ন’টার দিকে মার্কিন নৌবাহিনীর সঙ্গে এই ‘সফল পরীক্ষা’ চালানো হয়।

একই সময় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এক প্রতিবেদনে জানায়, তাদের রাডারে ভূমধ্যসাগরে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি ধরা পড়েছে।

উল্লেখ্য, ২১ আগস্ট রাসায়নিক অস্ত্র হামলায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার ঘটনার পর সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি হিসেবে ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৩
কেএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।