ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হামলা থেকে রেহাই নেই সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৫, সেপ্টেম্বর ৪, ২০১৩
হামলা থেকে রেহাই নেই সিরিয়ার

ঢাকা: যুক্তরাষ্ট্রের হামলা প্রতিরোধে এক প্রকারের বাধ্য হয়ে দেশের সংকট সমাধানে রাজনৈতিক উপায়ের কথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার। জাতিসংঘেরও হস্তক্ষেপ চেয়েছেন যেন, যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা হামলা করা থেকে বিরত থাকে।



মার্কিন হামলার হুমকির মুখে প্রথম দিককার অবস্থান থেকে একটু নমনীয়তায় বোঝায় জাতিসংঘের প্রতি সিরিয়ার সোমবারের আহ্বান।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার সিদ্ধান্তে অনঢ়। নতুন করে মঙ্গলবার তিনি বলেছেন,সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ‘সীমিত ও আনুপাতিক হবে। তিনি আত্মবিশ্বাসী যে, তার এমন সিদ্ধান্তকে সমর্থন দেবে কংগ্রেস।

সিরিয়ার ওপর চালানোর প্রস্তাবে সমর্থন পেতে কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন ওবামা।

যুক্তরাষ্ট্রের বিশ্বাস, সিরিয়ার সরকার বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। আর এজন্য সিরিয়াকে সমুচিত জবাব দেওয়া উচিত।

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রকে মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে মার্কিন প্রশাসন।

ফ্রান্সের প্রেসিডেন্ট সিরিয়ার বিষয়কে ঐক্যবদ্ধ ইউরোপীয় সাড়ার আহ্বান জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের ম্যান্ডেটের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে ইউরোপের দেশগুলো।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।