ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলার ব্যাপারে প্রাথমিক অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৩
সিরিয়ায় হামলার ব্যাপারে প্রাথমিক অনুমোদন

ঢাকা: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রাথমিক অনুমোদনের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ। পরিষদের নেতৃবৃন্দ বুধবার এ তথ্য জানান।



সিনেট সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ৬০ দিনের একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এক্ষেত্রে শর্ত সাপেক্ষে একবারে ৩০ দিন পর্যন্ত অভি্যান চালানো যাবে। পরে কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে অভিযান আরও ৩০ দিন দীর্ঘায়িত করা যেতে পারে। তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোন ধরনের স্থল হামলা করতে পারবে না।

পরিষদ যদি এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয় তবে ৯ তারিখে সব সিনেট সদস্য ছুটি থেকে ফিরে আসার পর এ ব্যাপারে তাদের ভোট প্রদান করবেন।

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ২১ আগস্ট বিদ্রোহীদের ওপর আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণাদি  পরিষদকে দিয়ে স্থল হামলা চালানোর ব্যাপারে চাপ সৃষ্টি করেছিলেন।

কেরি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, সিরিয়ায় মজুত রাখা বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র চরমপন্থীদের কাছ থেকে নিরাপদে রাখতে স্থল হামলা চালানো দরকার।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৩/আপডেটেড: ১৫০০ ঘণ্টা
কেএইচকিউ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।