ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৩
যুক্তরাষ্ট্রকে পুতিনের হুঁশিয়ারি

ঢাকা: সিরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের একপাক্ষিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় সামরিক অভিযান চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি খসড়া প্রস্তাব অনুমোদনের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন পুতিন।



বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হতে যাওয়া উন্নত দেশগুলোর জোট জি-২০ সম্মেলনের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রখ্যাত সংবাদ মাধ্যম এসোসিয়েটেড প্রেস (এপি) ও রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, জাতিসংঘের অনুমোদন ছাড়া সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘আগ্রাসন’ হিসেবে বিবেচিত হবে।

পুতিন বলেন, রাসায়নিক অস্ত্র হামলায় সিরিয়ার সরকারের জড়িত থাকার প্রমাণ নিশ্চিত না হলে জাতিসংঘে উত্থাপিত হামলা প্রস্তাবে ভেটো দেবে রাশিয়া।

এর আগে, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে বুধবার মতৈক্যে পৌঁছে একটি খসড়া প্রস্তাব অনুমোদন দেয় ম‍ার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ।

সিনেটের প্রস্তাবে ৬০ দিন অভিযানের কথা উল্লেখ করা হয়। এক্ষেত্রে শর্ত সাপেক্ষে একবারে ৩০ দিন পর্যন্ত অভিযান চালানো যাবে। পরে কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে অভিযান আরও ৩০ দিন দীর্ঘায়িত করা যেতে পারে। তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোন ধরনের স্থল হামলা করতে পারবে না বলে উল্লেখ করা হয় প্রস্তাবে।

খসড়া প্রস্তাবটির অনুমোদনের জন্য আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কংগ্রেসের অধিবেশনের জন্য অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, গত ২১ আগস্ট রাসায়নিক অস্ত্র হামলায় ১৪’শ ২৯ জন নিহত হয় বলে দাবি করে যুক্তরাষ্ট্র। রাসায়নিক অস্ত্র হামলার সঙ্গে আসাদবাহিনী জড়িত দাবি করে সিরিয়ায় সামরিক অভিযানের জন্য ২১ আগস্টের পর থেকে তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। তবে প্রথম দিকে আগ্রহ দেখিয়েও অভিযানের সিদ্ধান্ত থেকে পিছু হটে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও জার্মানি। এছাড়া, এ ব্যাপারে বুধবার পার্লামেন্টে ভোটাভুটির আয়োজন করেছে ফ্রান্স।

রাসায়নিক অস্ত্র হামলার প্রমাণ জাতিসংঘে উপস্থাপনের দাবি জানিয়ে পুতিন বলেন, যদি আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে হবে।

তিনি বলেন, কারা কী ধরণের অস্ত্র ব্যবহার করেছিল যদি এ ব্যাপারে কোন নিশ্চিত প্রমাণ থাকে, তবে রাশিয়া গুরুত্বের সঙ্গে তার প্রতিক্রিয়া জানাবে।

যুক্তরাষ্ট্র যদি জাতিসংঘের সিদ্ধান্ত ছাড়াই সিরিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়, তাহলে রাশিয়া কী করবে তা বলার সময় আসেনি বলেও হুমকি দেন পুতিন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৩/আপডেট ১৯৫৭ ঘণ্টা
কেএইচকিউ/এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।